যদি দেখেন দান প্রত্যাশিরা আপনার মসজিদের রাস্তায় দাড়িয়ে আছে আপনাকে "ধরার জন্য" "কথা বলার জন্য" তবে এটা সুসংবাদ না, দুঃসংবাদ। এবং সামনে বড় বিপদের ধ্বনি।
এলাকার বড় দাতা। সারা জীবন দান করে গিয়েছেন। এখন বাসা থেকে বের হলে সাহায্য প্রত্যাশিরা এমন করে ঘিরে ধরে যে রিটায়ার্ড লাইফে এখন আর বাসা থেকে বের হন না। মসজিদে যান না। মোবাইল ফোন বন্ধ করে রাখেন। কারন অন করলেই পরিচিতদের থেকে কষ্টের বর্ননা দিয়ে সারা দিনে এত কল ধরে কুলান না।
আমি চিন্তা করি কোনটা তার জন্য উত্তম ছিলো? দান কম করে অবসর জীবনে মসজিদে জামাত ধরা। নাকি এরকম বেশি করে শেষে বাসায় বসে থাকা?