Post# 1613229643

13-Feb-2021 9:20 pm



রাসুলুল্লাহ ﷺ এর আগের সব নবি-রসুলদের আল্লাহ তায়ালা "এলাকার" জন্য পাঠাতেন। অন্য এলাকা থেকে কেউ আসলে এট লিষ্ট ঈসা আঃ এর একটা কাহিনি আছে কিতাবিদের যেটা আমি ইসলামি বই থেকে জেনেছি বলেছিলেন "আমাকে পাঠানো হয়েছে এই জাতির জন্য।"


আগেকার দিনে এক শহরের কোনো লোক যদি কারন ছাড়া দূরের অন্য শহরের মুফতির কাছে ফতোয়া নিতে আসতো তবে তারা বলে দিতেন বরং তুমি তোমার দেশের আলেমদের থেকে জেনে নিও। ইয়েমেন থেকে একজন আসার পরে এক আলেম এই উত্তর দিয়েছিলেন এরকম ঘটনা পড়েছি।


আসি ফেসবুকে। বহু সমাজের বহু মানুষ। কেউ গ্রামের কেউ শহরের কেউ মডারেট কেউ রেডিকেল কেউ দেশে কেউ বিদেশে কেউ তবলিগ কেউ জামাত কেউ হানাফি কেউ সালাফি।

কোনো ব্যপারেই এক জবাব সবাইকে সন্তুষ্ট করবে না। একেবারে ফান্ডামেন্টাল ব্যপারেও না। শাখা প্রশাখা তো না আগেই।


এবং দ্বিনি বিষয় বাদ দিয়ে সামাজিক ক্যরিয়ার বিষয়েও যদি আসি তবুও একই প্রশ্নের জবাব সবার জন্য এক না। একটা তার জন্য ভালো তো ঠিক বিপরিতটা আরেক জনের জন্য ভালো।


কিন্তু এটা যে প্রশ্ন করেছে তাকে বুঝানোর উপায় নেই।

13-Feb-2021 9:20 pm

Published
13-Feb-2021