"আমি তৌবা করতে চাই, কিন্তু ..."
১
ধরেন একটা মেয়ে মুসলিম কিন্তু "নামাজ কালামের ধার ধারে না, খুবই খারাপ চলে" মানে দ্বিনি মতে যেগুলো খারাপ। কিন্তু বর্তমান সমাজের মতে হয়তো না।
২
ধরি সে একটা বড় সড় বিপদে পড়েছে। তার জীবন শেষ। এক রাতে উল্টে গিয়েছে। যেমন হয়তো বাপ মারা গিয়েছে।
সে কি করবে?
সে নামাজ পড়া আরম্ভ করবে। গায়ে চাদর জড়াবে। মুখ মাথা ঢেকে রাখবে। বাসার ডিশ টিভি বন্ধ করে ফেলবে। কয়েক দিন আত্মিয়দের জিজ্ঞাসা করবে "আমার এই এই রোজা কাজা আছে, কি করবো?"
৩
রাতারাতি এই ভালোগুলো তাকে কে শিখিয়েছে? সে নিজেই জানে, কেউ বলে নি। কিছু দিন আগে হয়তো এগুলো নিয়ে মক করতো। কিন্তু সে যখন ফিরতে চেয়েছে সে এই দিকেই ফিরেছে।
তাই বাই ডিফল্ট মানুষ জানে কোনটা হক কোনটা না-হক।