এত প্রশ্ন?
প্রশ্নের উত্তর দেবার জন্য আপনার প্রয়োজনে আপনি আলেমদের পাবেন না। আর মানুষের প্রশ্ন এত বেশি যে কেবল আমার নিজের সব প্রশ্নের উত্তর দেয়ার জন্য আমার কাধের উপর একজন আলেম বসে থাকতে হবে সারাদিন। কারন আমার নিজের প্রশ্নই লক্ষ লক্ষ।
সমাধান : মাসলা মাসায়েল নিজে শিখে নিন।
"মাসলা আলেমদের জিজ্ঞাসা করে জেনে নিবেন" এটা পলিটিক্যলি কারেক্ট এন্সার। কিন্তু প্রেকটিক্যল না। কারন কাধের উপর আলেম নেই। আর মোবাইল দিয়ে যদি আপনজন কোনো আলেমকে সারাদিন ফোন দিতে থাকি তবে উনিও বিরক্ত হয়ে যাবেন কিছু দিন পরে। নতুন পাশ করার পরে কিছু দিন উনার উৎসাহ থাকলেও।
এজন্য হানাফিতে ফিকাহ/মাসলার বই লিখা আছে সেগুলো পড়ে জেনে নেই।
- বেহেস্তি জেওর/গওহর।
পরের খন্ডগুলোতে যেগুলো আছে সেগুলো আমাদের প্রত্যহ জীবনে বেশি লাগে না। সবগুলো বইয়ের পিডিএফ আছে। অনলাইনে বুক শপে অর্ডার দিয়ে কাগজের বইও কিনতে পারবেন।
আর এতকিছু না করতে চাইলে সিম্পল আপনার প্রশ্নটা বাংলায় গুগুল করেন। কারো না কারো ফতোয়া পাবেন ওয়েবে।