সোশাল মিডিয়াতে মানুষের প্রশ্নের উত্তর দেয়া মানে বোকামি করা।
আমি প্রশ্ন করলেই ব্লক করে দেই। এটা খারাপ। ভালো কাজ করছিলেন উনারা, নিচে যাদের বর্ননা।
১
ফেসবুকে একজন আলেম। নতুন। সমস্ত প্রশ্নের জবাব দেন ইনবক্সে যে যা জিজ্ঞাসা করেন। আমি ভাবতাম উনি কত ভালো, আর আমি কত মন্দ।
কিছু দিন পরে উনার পোষ্ট : "ইনবক্সে ৪০০ প্রশ্ন জমে আছে। খুব প্রয়োজন না হলে প্রশ্ন না করি।"
আর কিছু দিন পরে "এত দিন কাজে ঢুকি নি। এখন এই প্রজেক্টে কাজ আরম্ভ করছি আর প্রশ্নের জবাব দেয়া হবে না।"
আমি : হুম। তবে আমি অত মন্দ না মনে হয়। 🙂
২
টুইটারে আরেকজন নতুন আলেম। উনি একটা ওয়েব সাইটই করেছেন সংক্ষেপে এক লাইনে প্রশ্নোত্তর দেয়ার জন্য। পজিটিভ এটিচিউড।
কিছু দিন পরে "কিছু দিনের জন্য আর নতুন প্রশ্ন নিচ্ছি না।"
একজনের কমেন্ট : দুই বার একই প্রশ্ন করেছি আপনাকে। না জানলে বলে দেন বলবেন না তাহলে আমার সময় নষ্ট হতো না।
উনার জবাব : ৪০০-৬০০ প্রশ্ন জমা আছে। সব শেষ করতে পারছি না।
কিছু দিন পরে আলেমের পোষ্ট : "সব প্রশ্নোত্তর বন্ধ রেখেছি মাস খানেকের জন্য।"
৩
আমার সমাধান ছিলো : প্রশ্ন করলেই ব্লক। যত আপন মনে করে প্রশ্ন করুক না কেন।
আমি খারাপ। কিন্তু অত খারাপ না। তাদের এক্সপেরিয়েন্স দেখে বুঝলাম। 😅