উত্তর বঙ্গে এক মাওলানা কাজ করছেন। খৃষ্টান যারা হয়ে গিয়েছে তাদের উপর।
একটা ভিডিওর লিংক নিচে, তাদের একজনের "নিজের কথার"।
ব্যসিক্যালি উনি বলছেন মানুষ এমন করে আমাদের একঘরে করে রাখছিলো যে ফিরতে পারছিলাম না। তবলিগওয়ালারা এসে আমাদের কাছে এসে দাওয়াত দেয়ার পরে এখন ফিরে আসছি।
ঘৃনা করাটা সহজ। সেটা না করে তাদের কাছে যাওয়াটা কঠিন।
কর্কশ ভাষায় "ভালো হইয়া যা" বলা সহজ।
কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলা কঠিন।
.
https://www.youtube.com/watch?v=uEZoSbEp6Vw