কিছু পজিটিভ লিখা পোষ্ট করতে হবে। তাই
Defending the undefendable -- আরেকটা।
"তফসিরে বাশারি"
ব্যসিক সমস্যা হলো একজন আলেম বলেছেন উনি এত বড় তফসির লিখছেন যে এর আকার হবে ২৫০ খন্ড প্রতি খন্ড ৫০০ পৃষ্ঠা করে। এবং এ সংক্রান্ত ট্রল।
প্রথম কথা : অন্য আলেমরা যদি এটা নিয়ে ট্রল করে থাকে তবে আমি বুঝেছি কথাগুলো একটু "ইন্টারেস্টিং" বলে বলেছেন। উনি ভুল বা উনার বিরোধিতা করার জন্য না।
দ্বিতীয় : উনি সহজ সরল মানুষ। কথা শুনে বুঝলাম। তাই আমি উনার পক্ষে। এবং সাপোর্ট করি। ইনশাল্লাহ উনি অনেক কিছু করবেন। বয়স মাত্র আরম্ভ যেহেতু।
তৃতীয়তঃ উনি যেভাবে বলেছেন প্রতিটা আয়াতের চলতি সবগুলো অনুবাদ সংগ্রহ করে এখানে লিখা। এর পর প্রতি শব্দের অনুবাদ। এর পর সমস্ত প্রচলিত তফসির সব কথা, আয়াতের উপর সবগুলো হাদিস, হাদিসগুলোর বিস্তারিত তাহকিক -- এগুলো কপি করে সাজালেই এমনি অনেক বড় হয়ে যাবে। উনি অনেকটা কম্পোজার। বা হাইলাইটার। এটা ঠিক, ওটা ভুল এরকম বলবেন।
প্লাস ডিজিটাল যুগ। উনাকে লিখতে হবে কম। আগের সব কিছুর ডিজিটাল কপি আছে। উনাকে কপি পেষ্ট কম্পোজ করতে হবে বেশি।
চতুর্থতঃ উনি যদি কপি পেষ্টও অনেক করেন তবে এটাও খারাপ না। কম্পোজের কাজটাও অনেক সময় সাপেক্ষ।
আর এটা পজিটিভ কাজ। এই না যে উনি কারো মুখোশ উন্মোচনে নেমেছেন।
তাই উনার এই আগ্রহ চেষ্টা আর ইচ্ছাকে আমি পজিটিভলি দেখছি। এটা করতে পারুন বা না পারুন উনি আশা করছি অন্য কিছু ভালো উম্মাহকে দেবেন।
উনাকে নিয়ে ট্রল করি নি আমি নিজে।
.
#undefendable