Post# 1613129494

12-Feb-2021 5:31 pm


ইনবক্স প্রশ্ন : প্রানের প্রডাক্ট ব্যবহার জায়জে কিনা?

যতক্ষন না মাদ্রাসাগুলো থেকে লিখিত ফতোয়া আকারে প্রান ব্যবহার মাকরুহ বা হারাম ঘোষনা আসছে ততক্ষন পর্যন্ত হানাফিতে মাকরুহ বা হারাম না।

একটা জেনারেল রিকমান্ডেশন দিচ্ছি নিচে ...

ফেসবুক বা নেটে পাওয়া যে কোনো আলেম-দল-মুভমেন্টের যে কোনো আর্টিক্যল পড়েন। মনে করেন ৪ পৃষ্ঠা লিখা। অনেক দলিল কোরআন হাদিসের কোট আছে, ইমোশানাল কথা আছে। সব স্কিপ করে যান।

একেবারে শেষে দেখেন "এটা মাকরুহ হবে" "হারাম হবে" বা "কুফর হবে" এই রকম কিছু লিখা আছে কিনা। নেই? বরং লিখা আছে "উচিৎ না" "বর্জন করি" "আপনি নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন। এটা কি তবে হালাল হয়?" তবে এখানে কোনো ফতোয়া দেয়া হয় নি।

ইমোশানাল কথা বলা হয়েছে। যেটা আরেক আলেম অন্য কোনো ইমোশানাল কথা দিয়ে কাউন্টার করতে পারেন।

ইমোশানাল কথা অনুসরনে নিষেধ নেই। কিন্তু এটা যার যার "তাকওয়া"। ফতোয়া না।

12-Feb-2021 5:31 pm

Published
12-Feb-2021