Post# 1613120944

12-Feb-2021 3:09 pm


যদি কখনো অভাবে পড়ো :

এটা আমি নিজের জন্য লিখলাম। বা আমার পরিবারের জন্য।


প্রথম কথা। মানুষের থেকে মুখ ঘুরিয়ে নাও। পুরোপুরি। তাকাবেও না। অন্তরেও কিছু আশা করবে না কেউ কিছু করবে। পুরো পুরি আল্লাহ মুখি হওয়া।


মানুষের থেকে আশা না করার অর্থ ‌:

"তার কত টাকা। যদি আমাকে কিছু দিতো। সামান্যও।" -- এই চিন্তা অন্তরে আসলে শেষ।

"সে যদি জানতো আমি অভাবে, তবে সে দিতো" -- এটা করবে না।

"সে যা ফেলে দিচ্ছে বা তার বাচ্চারা যা অপচয় করে সেটা হলেও আমার চলে যেতো" -- করবে না।

"সে আমাকে খুব ভালোবাসে। তার কাছে চাইলে সে আমাকে দিয়ে নিজেও খুশি হয়" -- না।

পুরো পুরি মানুষের থেকে মুখ ঘুরাতে হবে। এই সব আর এরকম আরো হাজারো যুক্তি যা মানুষ তোমাদের শিখাবে সেগুলো না।


এর পর নিজের গুনাহর জন্য তৌবা করো। অনেক গুনাহের মাঝে ডুবে থাকলে মানুষ বুঝে না যে তার জীবনটাই গুনাহ। এগুলোকে সে নরমাল মনে করে করছে।

তাই এটা কঠিন। তৌবা করা কঠিন যেহেতু পাপ বুঝছি না।

তবে অভাবে এটা সহজ। ডেসপারেশন আছে যেহেতু।


তৌবা করবে কসম না। "যে কসম আমি এরকম আর করবো না" -- এরকম করবে না। এতে সোয়াব নেই। বরং আরো বিপদ। এবং এতে আল্লাহ সন্তুষ্টিরও ওয়াদা নেই। তৌবায় আছে।


পুরোপুরি আল্লাহ মুখি হবার পরে রিজিকের তালাশে বের হও। রাস্তায় ঘুরা কাজ-চাকরি-রিজিকের খোজে। যা পাই তাতেই কিছু যদি জোটে। না পেলেও দিনের বেলা ঘুরা-খুজা। অভাবে দিনে বাসায় না থাকা।

এটা ছেলেদের জন্য। মেয়েদের জন্য ঘরেই থাকা। আল্লাহ তায়ালা ঘরেই ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ।

12-Feb-2021 3:09 pm

Published
12-Feb-2021