দল মতের ব্যপারে কয়েকটা কথা :
"রিজনিং" নিয়ে আরগুমেন্ট করতে পারবেন না। মানে যুক্তি দিয়ে তর্ক। কারন তার বোধ মতো তারটা ঠিক। আপনার বুঝ মতো আপনারটা। যাকে আল্লাহ তায়ালা যতটুকু বুঝ দিয়েছেন। এবং দুজনের বুঝে অনেক দূরত্ব।
বরং তাকে ছেড়ে দিন। কারন দ্বিন বুঝার মতো যথেষ্ট বুঝ আল্লাহ তায়ালা সবাইকে দিয়েছেন।
//
কোনো দলের অনুসারি যদি বাকিদের পথভ্রষ্ট/ভুল না বলে তবে সে নতুল দল তৈরি করে নি।
কিন্তু এটা রেয়ার। নতুন দল হলেই বাকিদের পথভ্রষ্ট বলতে হয় কারন নয়তো মানুষ আমার দলে আসবে কেন?
হিজবুত তৌহিদ দ্রষ্টব্য।
//
ফান্ডামেন্টালগুলোর সাথে থাকলে আপনার দল-মত লাগবে না। এর বাইরে যে যা যুক্তি দেখাক সব ইগনোর করতে হবে। "কাটাতে" না। বরং "ইগনোর" করতে।
ইগনোর করা শিখা একটা বড় গুন।