"ঐক্য"
উম্মাহর মাঝে ঐক্য হবে না। যতক্ষন না "আসমান থেকে একটা হাত ..." যা বলা আছে।
এই অনৈক্যের মাঝে নিজের করনীয় কি সেটা বলছি।
যারা বলে "ঐক্য হতে হলে সবাইকে আমার আকিদায় আসতে হবে, নয়তো ঐক্য আবার কিসের?" -- দূরে থাকেন। এরা মাইনরিটি গ্রুপগুলোর লিডার। তাদের কারো কাছে ভালো কিছু পেলেও তাদের ঘৃনা আপনাকে পুড়িয়ে দেবে।
ফান্ডামেন্টাল "শাহাদাহ, নামাজ, রোজা, হজ্জ, জাকাত" নিয়ে যারা আছে। তাদের কাছে নিরাপদ। যদিও এরা অন্য সবার আক্রমনের কেন্দ্র।
দুই দলের মাঝে মিডেল পয়েন্ট খুজা। তবে দুই দল থেকেই বাহির হয়ে যাবেন। তৃতীয় একটা দল তৈরি করবেন। সেদিকে যাবেন না। করবেন না। নিজের জায়গায় থাকুন।
নিজের জায়গায় থেকে অন্যদের বিশ্বাসকে যতটুকু পারেন "ভুল না" খুজেন।
শান্তিতে থাকতে পারবেন।