Note to self :
কাউকে যদি দেখ যতটুকু বুঝ মানুষের থেকে এক্সপেক্ট করো তার বুঝ এর থেকে কম -- তবে তার সাথে আর কথায় যেও না। তাকে সংশোধনের চেষ্টা করো না।
তাকে ধর্য্য ধরে বুঝাতে পারবে তার মতো বুঝের অন্য কেউ। তার সমাজের লোক। তুমি না।
বরং তার থেকে দূরে চলে আসো।
যদিও সে তোমার পিছ ছাড়বে না। পেছন পেছন লেগে থাকবে কারন তুমি তার বিশ্বাসে ধাক্কা দিয়েছো। সে এটাকে চ্যলেঞ্জ হিসাবে নিবে প্রমান করতে যে তুমি কম বুঝো সে বেশি বুঝে। কিন্তু এর পর তুমি কোনো একটা শব্দও উচ্চারন করবে তো পরিস্থিতি আগের থেকে আরো খারাপ হবে।
তাই একটা কথাও না বলে তার থেকে মুক্তি পেয়ে দূরে চলে আসা তোমার একমাত্র লক্ষ্য হবে। তার কোনো কথা প্রশ্ন বা নিরিহ কথারও জবাব না দিয়ে।