কিছু কমন প্রশ্ন :
প্রশ্ন : "আমি এটা করবো নাকি সেটা?" "আমাকে কি করতে বলবেন?" "এটা করা ভালো হবে কিনা?"
আমার উত্তর : আমি পার্সোনাল উপদেশ দিতে পারি না কারন আপনার সম্পর্কে আমি কিছু জানি না।
এই উত্তরটা শুনেও অনেকে নিজের ডিটেইলস পাঠাতে আরম্ভ করেন "আমি এখানে পড়ি ...." তখন বুঝি আমার এতটুকু কথা যে "আমি পার্সোনাল উপদেশ দেই না" এই উত্তরটা আমি অপাত্রে ফেলেছি। সে বুঝে নি। আর আমি আরো বক বক করে তাকে এর থেকে বেশি বুঝাতেও পারবো না। সে আরো কথা নিয়ে আসবে।
বরং এই এক কথায়ও জবাব না দিয়ে আমার চুপ থাকা উচিৎ ছিলো। কিছু না বলে।