এমবিআই মুন্সির একটা লিখার লিংক কমেন্টে। বুঝলাম সব পচে যায় নি। কিছু ভালো এখনো আছে।
কিন্তু আশা বেশিও করতে পারি না। জানি নিরাশ হতে হবে।
তবুও শিক্ষা। নিজের নিরাপত্তা নিশ্চিৎ করে অল্প কিছু করি। খুব অল্প কিছু ভালো। যার যতটুকু সামর্থ আছে। খুজার দরকার নেই। সুযোগ আমার সামনে নিজে নিজে আসবে, সময় মতো।
আর নিজের অন্তরের দিকে তাকাই। আমি কোন পক্ষে দেখি। মন্দের পক্ষে আছি নাকি সেটাকে ঘৃনা করছি। এটা সবচেয়ে বড়।
এর পর আশা। দুনিয়াতে ভালো কিছু না দেখলেও, আখিরাতে হয়তো ভালো পাবো ইনশাল্লাহ।
- Comments:
- https://www.facebook.com/namir.islam.3/posts/420702225701037