হানাফি : দিরহাম
হানাফিতে এক দিরহাম পরিমান জায়গায় নাপাকি লেগে থাকলেও সে কাপড় পড়ে নামাজ হবে। এক দিরহাম কতটুকু? কিতাবে আছে হাতের তালুর মধ্যভাগ।
আজকে এর মাপ পেলাম। ২.৭৫ সেন্টিমিটার ডায়া। এক ইঞ্চির থেকে একটু বেশি। ডায়া মানে গোল জায়গার ডান থেকে বামের দুরত্ব।
সহজে বুঝার জন্য এই ছবিতে বৃদ্ধাংগুল যেভাবে ভাজ করা আছে তার উপরের ভাগের দূরত্ব। বৃদ্ধাংগুলের মাথা থেকে প্রথম হাড়ের শেষ পর্যন্ত। একটা কয়েন যদি এতটুকু ডানে বামে হয় তবে সেই কয়েন যতটুকু জায়গা দখল করবে ততটুকু জায়গায় নাপাকি লাগলেও নামাজ হবে।
.
#মাসলা