Post# 1612446135

4-Feb-2021 7:42 pm


"সৎ থাকা"

নিজের কাছে সৎ। মানে কেউ জানে না কেউ দেখছে না। তার পরও সৎ। গোপনে সৎ। প্রসংসা করার কেউ নেই। এর জন্য কোনো পুরষ্কারও নেই। কোনো ক্রেডিট নেই। তার পরও সৎ।

//

কেউ আমাকে গালি দিলো। ঘৃনা করলো। আমি খারাপ কিছু করেছি ধারনা করে। বা আমি খারাপ কেউ ধারনা করে।

ভুল কাজ : তার কাছে বার বার যাওয়া "ভাই আমি খারাপ না" "এটা বুঝেন দেখেন" "আমি খারাপ না"। এটা দুর্বল মানুষরা করে। যেহেতু তারা মানুষের কাছ থেকে এপ্রিসিয়েশনের আশায় বসে থাকে।

ঠিক কাজ : দেখেন নিজের কাছে সৎ কিনা? যদি হয় এবং যদি তার ক্ষতি না করে থাকেন তবে ইগনোর হিম। তার থেকে দূরে চলে আসেন। কিছু প্রমান করার দরকার নেই। তার দিকে তাকানোরও দরকার নেই।

ব্যসিক কথাটা হলো : মানুষের কাছে নিজেকে কিছু প্রমান করার দরকার নেই। যে যাই ধারনা করুক।

//

সততার পুরষ্কার জীবনের প্রথমে পাবেন না। শেষে পাবেন।

মানুষের থেকে না। আল্লাহর থেকে।

টাকা দিয়ে না। বরং বরকত দিয়ে। সংসারে, পরিবারে, জীবনে শান্তি দিয়ে। বিপদ থেকে বাচিয়ে।

4-Feb-2021 7:42 pm

Published
4-Feb-2021