মুশতাক আরমান ভাইয়ের চ্যলেঞ্জ ছিলো : কেউ তাকে গ্রেফতার বা হত্যা করতে পারছে না। এটাই উনার মাহদি হবার সবচেয়ে বড় প্রমান।
প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিতেন যেটা আমার ইউটুব ফিডে আসতো। কেন আসতো? কারন গুগুল মনে করতো আমি এই বিষয়ে ইন্টারেসটেড, তাই। মানে গুগুলও জানে আমার ইন্টারেস্ট সব দুই নম্বরি বিষয়ে : -)
গত কয়েক সপ্তাহ ধরে নতুন ভিডিও অনুপস্থিত। আজকে খবর গ্রেফতার হয়েছেন।
//
আমার আফসোস উনার অনুসারিদের জন্য। এরা কেউ "বেকলা" না। অধিকাংশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের। কেউ সরকারি চাকরিতে ছিলেন। সব বুদ্ধিমান।
কিন্তু The art of persuasion. সময়টা চলে যাবার পরে মানুষ মনে করে "আমি কিসের মাঝে ছিলাম? এটা তো প্রথমেই বুঝার ব্যপার ছিলো।"
Theranos এর কাহিনি দ্রষ্টব্য। বড় বড় বিশেষজ্ঞরাও persuaded হয়ে যেতে পারে কোনো ফেইকার দিয়ে, যদি সে কনভিনসিং পার্সোনালিটি দেখাতে পারে। এখানে যে কেইস।
পন্ডিতরাও "ফিতনায়" ধরা খায়। এটা শিক্ষনিয়। আমিও নিরাপদ না।
ধরা খাবার খবরের লিংক কমেন্টে।
- Comments:
- https://www.facebook.com/MakkiSalahuddin/posts/261870855301619