Post# 1612366354

3-Feb-2021 9:32 pm


পোলাপানদের জন্য :

//

আরেকজনের লিখা গেইম খেলো না। বরং নিজে নিজে গেইম লিখো। প্রোগ্রামিং শেখা হয়ে যাবে আর ক্রিয়েশনের আনন্দ।

//

আরম্ভ করো একদম বিন্দু থেকে।

যেমন, "কিভাবে হাফেজি করবো?"

শেষ ১০ টা সুরা ঝালিয়ে নিন। এর পর ১১ তম ছোট সুরাটা মুখস্ত করা আরম্ভ করেন। নাকি মনে করেছিলেন হাফেজি মানে হর মর করে কোরআন শরিফের মাঝখান থেকে মুখস্ত করা?

বিন্দু থেকে আরম্ভ করেন। শেষ ১০ সুরা মুখস্ত করার জন্য আপনার তিলওয়াত শুদ্ধ হবার দরকার নেই। কারন নামাজ তো পড়তে হবে এগুলো দিয়ে।

//

কথা, "আমি এমন করে দেখিয়ে দেবো যে সবচেয়ে সুন্দর হবে"

তবে ক্রিয়েটিভ কাজে ফেইল করবেন। মিনিমাল চলে টাইপের কাজ করতে হবে। প্রথমটা মন্দ হবে। এর পরেরটা কিছু ভালো হবে। এর পরেরটা আরেকটু ভালো। কোয়ালিটির পেছনে পড়ে থাকলে কোনো কাজই শেষ হবে না।

কোয়ানটিটি দেখেন, তবে কোয়ালিটি নিজে নিজে ভালো হতে থাকবে।

3-Feb-2021 9:32 pm

Published
3-Feb-2021