একের পর এক এড দেখছি।
ইংলিশ মিডিয়াম স্কুলে টিচারস এসিসটেন্ট লাগবে। এ লেভেলে সব সাবজেক্টে A থাকতে হবে। ফুল টাইম বেতন ৮ হাজার টাকা।
প্রকাশনিতে চাকরি। বড় বড় আরবি ডিগ্রি, কম্পিউটার কম্পোজ ডিজাইন সব জানা থাকতে হবে। ফুল টাইম। বেতন ৮ হাজার।
বুঝলাম আনএডুকেটেড লেভেলে শারিরিক পরিশ্রমের কাজে এখন বেতন বেশি। এডুকেটেড লেভেলে এর থেকে অনেক কম।
যে কারনে হয়তো আল্লাহ তায়ালা এখন স্কুল ভার্সিটি সব বন্ধ করে দিয়েছেন। পুরো সমাজের সবাই যদি এডুকেটেড হয়ে বলে শারিরিক পরিশ্রমের কাজ করবো না, তবে সমাজ চলবে না।
আর এখন গার্মেন্টসে সর্বনিম্ন বেতন ৮ হাজার। একই টাকা হলে আমি বরং কম্পিউটারে সারা দিন বসে না থেকে গার্মেন্টসে সারাদিন শারিরিক পরিশ্রমের কাজ করাটা পছন্দ করতাম।