Post# 1612342638

3-Feb-2021 2:57 pm


একটা আর্টিক্যাল। ইনট্রোতে "সুফিবাদি ইসলাম বনাম অক্ষরবাদি ইসলাম" কথাটা চোখে পড়লো।

বুঝলাম তর্ক আরো শেকড়ের দিকে গিয়েছে। আরো গোড়ার দিকে। দ্বন্ধটা জোরে আমিন, বা রাফে ইয়াদাইন নিয়ে না। যেমন ৩০ বছর আগে দেখেছিলাম। এগুলো ছিলো সাইড ইফেক্ট। একেবারে গাছের বাকলের বাইরের স্তর যেটা কিছু বলে না।

এর পরে আরো গোড়ায় "ইজমা কিয়াস ফিকাহ ভালো নাকি পথভ্রষ্টতা"। সেই স্তর থেকে এর পর আরো গোড়ায়।

তৃতীয় ফেইজ "সহি আকিদা"। "আসমা ওয়া সিফাত"। যেখানে সিফাত বলতে বুঝায় _____ <লিখলাম না, এগুলো উচ্চারন করতেও ভয় লাগে>। এটা নিয়ে কিছু বছর আমরা কাটালাম। কিন্তু তর্কটা আরো গোড়ায়।

এই ফেইজে এখন নেমেছে : "সুফিবাদি ইসলাম বনাম অক্ষরবাদি ইসলাম" পার্থক্যে।

আমার বিশ্বাস জিনিসটা সামনে আরেক ধাপ গোড়ায় যাবে। শেষে কি হয় সেটা লক্ষ্যনিয়। কিন্তু দ্বন্ধটা বহু বহু পুরানো। হাজার বছরে যেহেতু সলভড হয় নি, তাই এখন বাংগালিদের ফেসবুকে ১০-১৫ বছরে সমাধান হয়ে যাবে সেটা ধারনা করি না।

শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু শেষ পর্যন্ত আমি বেচে থাকবো না। তবে তার আগে এতটুকু নিশ্চিত হতে হবে যে, আমি যে পথে আছি সেটা ভুল না।

"নিশ্চিৎ" হওয়া। "তার যুক্তি ঠিক কিনা" সেটা না।

3-Feb-2021 2:57 pm

Published
3-Feb-2021