Post# 1612298252

3-Feb-2021 2:37 am


হাদিসের শ্রেনিবিভাগ আরেক দিক থেকে :

তাবেয়ির কথা -> মাকতু
সহাবির কথা -> মওকুফ
রাসুলুল্লাহ ﷺ এর কথা -> মারফু
আল্লাহ তায়ালার কথা -> কুদসি।

যেমন কেউ বললো "মারফু হাদিস" তবে বুঝাচ্ছে কথাগুলো রাসুলুল্লাহ ﷺ এর কথা হিসাবে বলছেন।

মাকতু এসেছে সম্ভবতঃ কাতাআ থেকে "কাটা"।
মারফু, রাফাআ থেকে উচু হওয়া।

3-Feb-2021 2:37 am

Published
3-Feb-2021