Post# 1612185330

1-Feb-2021 7:15 pm


আকিদার কোনো ব্যপারে "কি বিশ্বাস করেন?" প্রশ্ন করলে অধিকাংশ লোক "কেন" ব্যখ্যা করা আরম্ভ করে। "কি বিশ্বাস করি" সেটা সরাসরি না বলে।

"এই আয়াতে আছে এই" "বিপরিত দল সেটা বলে যেটা ঠিক না" "ঐ থেকে সেই বুঝা যায়"।

ভাইরে আমি এত কিছু জানতে আগ্রহি না। শেষ কংক্লুশনটা বলেন, এক্সাক্টলি কি বিশ্বাস করেন? এটা লজ্জা না পেয়ে, ভয় না পেয়ে, গোপন করার চেষ্টা না করে, স্পষ্টকরে এক লাইনে বলতে পারবেন তো?

অধিকাংশই পারে না। কথা ঘুরাতে থাকে। খুব কম পারে সরাসরি স্পষ্ট অক্ষরে বলতে কি বিশ্বাস করে। যারা পারে তারা গড়পড়তার বাইরে মানুষ।

তাই আম পাবলিকদের সাথে বকর বকর করে লাভ নেই। সময় নষ্ট। কিন্তু কথা আরম্ভ করলে তারা আপনাকে ভালো লিসেনার পেয়ে আপনার পেছন ছাড়বে না। লেগে থাকবে আপনাকে আরো কথা শুনানোর জন্য।

অন দ্যা পয়েন্ট কথা বলতে পারে খুব কম লোক।

1-Feb-2021 7:15 pm

Published
1-Feb-2021