Post# 1612083990

31-Jan-2021 3:06 pm


মাসলা মাসায়েল কি ভাবে শিখবো?

ইয়ংদের জন্য :

প্রথমে বই পড়ে সব জেনে নিন। বইয়ে সব গুছানো পাবেন সাবজেক্ট ওয়াইজ। সব কিছু কভার করে। কনসাইস। সংক্ষেপে প্রয়োজনীয় কথাগুলো কেবল। আপনার যা দরকার।

বই পড়া হলে এর পর দ্বিতীয় ধাপ। আলেমদের লেকচার কথা প্রশ্নোত্তর শুনে ভেরিফাই করুন। আপনি যা শিখেছেন আর বুঝেছেন সেগুলো ঠিক আছে কিনা। এটা ছিন্ন ছিন্ন পাবেন। কখনো কোনো আলেম হয়তো এই প্রসংগে বলছে, কখনো অন্য প্রসংগে এরকম।

এর পর তৃতীয় কাজ। নির্দিষ্ট কিছু জানা এই মুহুর্তে দরকার? তখন নেটে সার্চ দিয়ে খুজে নিন। আপনি বুঝতে পারবেন কোনটা আপনার মাজহাবের কোনটা অন্য মাজহাবের তাদের লিখা পড়েই। এবং যেটা জানতে চাচ্ছিলেন সেটা পাবেন তখনই।

আর বই পড়াটা রেগুলার ইন্টারভেলে হতে হবে। কিছু বছর পর পর আবার বই থেকে রিভিউ। নয়তো ভুলে যাবেন। আর প্রতিবার পড়ার সময় দেখবেন নতুন কিছুর উত্তর পেয়েছেন যেটা আগে গুরুত্ব দেন নি বা খেয়াল করেন নি।

এই।

31-Jan-2021 3:06 pm

Published
31-Jan-2021