কোভিড : বাংগালি - ১
কিছু ইন্টারেস্টিং ব্যপার
//
নিউইয়র্কে কোভিডে সবচেয়ে বেশি মারা যাচ্ছে। এবং সংখ্যার দিক থেকে বাংগালিরা বেশি। সাদা চামড়া খুবই কম। মেক্সিকানরাও বেশি। যত হাই প্রোফাইল মৃত্যুর খবর পড়ছি পেপারে, টাইটেলে না লিখেলেও ভেতরে পড়ে দেখি সত্যি ঘটনা আমেরিকায়। বাংলাদেশে না। যেমন "মারা গেলো তিন ভাই একত্রে" "দুই মাসের মাঝে স্বামি স্ত্রির মৃত্যু বাচ্চারা এতিম" এধরনের।
//
কোভিডের প্রথম দিকে সিংগাপুরে প্রচুর আক্রান্ত হচ্ছিলো। এবং প্রথম আক্রমন করেছে বাংগালি কমুনিটিকে।
//
মধ্যপ্রাচ্য। খবর সৌদিতে যত আক্রান্তের খবর এসেছে একটা সময় পর্যন্ত, এর ৭০% ই বাংগালি। আরবরা আক্রান্ত বা মারা গিয়েছে খুবই কম।
//
কেবল সৌদি না। "পাপুল কান্ড" এখন খবরে। এটা খবরে এসেছে কেবল এই কারনে যে কুয়েতে কোভিড আক্রমন করে। বাংগালিরা মারা যেতে থাকে। কুয়েতিরা আতংকিত হয়ে যায়। প্রশ্ন, "এত বাংগালি এই দেশে আসলো কি করে?" এর পর পাপুল কান্ড উদ্ধার, কেইস, গ্রেফতার এখন পর্যন্ত।
ঘটনার আরম্ভ বাংগালিদের কোভিডে আক্রান্ত হওয়া থেকে।
//
এখন দেশে আসি। গত অক্টোবরে খবর ঢাকার ৭০% আক্রান্ত হয়ে গিয়েছে। মানে তাদের ব্লাডে এন্টিবডি পাওয়া যায়। বস্তিতে পার্সেন্ট ৯০%। সেই হিসাবে আমাদের মর্গ ভরে যাবার কথা ছিলো। কিছু নেই।
সরকার খবর লুকাচ্ছে? তবে নিজের আত্মিয় স্বজনদের মাঝ থেকেও কয়েকজনের মৃত্যুর খবর আসতো।
//
বুঝা গেলো কোভিডে বাংগালি মারা যাচ্ছে আনপ্রোপোরশানালি বেশি।
কিন্তু যারা বিদেশে আছে তারা মারা যাচ্ছে।
যারা দেশে আছে তারা মারা যাচ্ছে না।
Wondering.