হানাফি : জামাত - ৬ //শেষ পার্ট
আরো কয়েকটা পয়েন্ট
- কেবল মাত্র ফজরের নামাজে জামাত আরম্ভ হলেও সুন্নাহ একটু দূরে পড়ে জামাতে শরিক হতে হবে যদি জামাতে কমপক্ষে দ্বিতিয় রাকাত পাবার আশা থাকে।
- মাঝের বসা বা শেষের বসা, যে কোনোটায় আত্তাহিয়াতু আমি পড়ে শেষ করার আগে ইমাম উঠে গেলে বা সালাম ফিরালে নিজে আত্তাহিয়াতু শেষ করে তার পর উঠতে হবে।
- কোনো রোকন ইমামের আগে-পরে করে ফেললেও নামাজ নষ্ট হবে না। যদিও ইমামের আগে আগে রুকু সিজদা করা গুনাহ। যদি ইমামের সাথে কিছুক্ষন পাই তবে হলো। প্রথম তকবির আর শেষ সালাম কেবল ব্যতিক্রম যেটা আগে বলা হয়েছে।
- আমার নামাজ বাকি আছে কিন্তু ভুল ইমামের সাথে শেষ বৈঠকে দুরুদ অন্যান্য পড়ে ফেলেছি। আমাকে সহু সিজদা দিতে হবে না কারন ইমামের পেছনে ভুল হয়েছে যার জন্য সহু সিজদা নেই। উনি সালাম ফিরালে উঠে দাড়িয়ে বাকি নামাজ পড়বো।
.
#মাসলা