Post# 1612006763

30-Jan-2021 5:39 pm


প্রসংগ ব্লাড গ্রুপ : আলেমদের প্রতিক্রিয়া।

আব্দুর রাজ্জাক বিন ইউসুফ : "সম্পর্ক আছে কিনা জানি না, তাই বলতে পারছি না।"

জবাব বেলেন্সড আছে।

শায়েখ আহমাদুল্লাহ : "কোনো বৈজ্ঞানিক যদি রিসার্চ করে বের করে, তবে তার নাম দিয়ে বলা যায়।"

মানে কিছুটা নিউট্রাল ঘেষা পজিশনে।

এই বিষয়ে আমার আগ্রহ কেবল মাত্র এটা দেখতে যে আলেমরা "কেমন যেন কথাটা" মার্কা কোনো মত পেলে কে কতটুকু কিভাবে রিএক্ট করেন সেটা জানা। পোলাইনদের মতো ইব্রাহিম সাহেবের "কথাটা ঠিক" নাকি "ঠিক না" এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। কারন সেই বয়স পার হয়ে এসেছি।

আর কাজী ইব্রাহিম সাহেবকে ফলো করছি অ-জনপ্রিয় একটা কথা বলে কি ভাবে সমালোচনার মাঝে নিজেকে ডিফেন্ড করেন আর স্থির থাকেন সেটা দেখতে। এসব থেকে অনেক কিছু শেখার আছে।

30-Jan-2021 5:39 pm

Published
30-Jan-2021