মৃত্যুর জন্য প্রস্তুতি :
- মানুষের শেষ পাওনা পরিশোধ করা।
যে করেছে সে প্রস্তুত। সময় আসলে যেন "আর কিছুক্ষন" চাওয়া না লাগে।
মানুষের পাওনা : ঋন, মানুষের ক্ষতিপূরন।
আল্লাহর পাওনা : কাফফারা, বাকি হজ্জ, ক্ষমা।
আর ওসিয়তের নামে নসিহত না লিখি। নসিহা মানে ভালো ভালো উপদেশ। ওসিয়ত মানে আমার "সম্পদ এখানে সেখানে রেখেছি। এত টাকা দেনা-পাওনা আছে। এইভাবে ভাগ করবে। দোকান চালাবে সেভাবে।" এসব কথা।
ওসিয়ত নামা রেগুলার আপডেট করতে হয়। কারন লেন দেন বদলাচ্ছে।
যে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত সে মানুষের কাছে পাওনা রাখে না।
আর আল্লাহর পাওনা সময় মতো আদায় করে নেয়। উনার ক্ষমার মাঝে থাকার চেষ্টা করে।