হানাফি : জামাত - ৫
- ইমামের পেছেন কয়েক রাকাত দেরিতে নামাজে যোগ দিলাম। ইমাম দুই দিকে সালাম ফিরানোর পরে আমি নিজে সালাম না ফিরিয়ে উঠে দাড়াবো।
- এর পর বাকি রাকাত পড়ার সময় কিরাত মানে দাড়িয়ে সুরা পড়ার ক্ষেত্রে ধরতে হবে এখন যেন আমার প্রথম রাকাতগুলো পড়ছি। আর বসে আত্তাহিয়াতু পড়ার সময় ধরতে হবে শেষের রাকাতগুলো পড়ছি।
- যেমন মাগরিবের শেষ রাকাত পেলে সালামের পরের দুই রাকাতেই সুরা ফাতিহা আর অন্য সু্রা পড়বো। যেন এ দুটো আমার প্রথম দুই রাকাত। আর এর মাঝে আমি আত্তাহিয়াতুর জন্য বসবো, যেন এই দুটো আমার শেষ দুই রাকাত।
বিস্তারিতের জন্য কিতাব দেখে নিন। বা আলেমদের প্রশ্নোত্তোর।
.
#মাসলা