Post# 1611828632

28-Jan-2021 4:10 pm


হানাফি : জামাত - ৪

- মসজিদে গিয়ে দেখি ইমাম রুকুতে। তবে সোজা হয়ে দাড়াবো। কোনো নিয়ত পড়ায় সময় নষ্ট করবো না। আল্লাহু আকবার বলে হাত তুলবো। হাত নিচে নামিয়ে ফেলবো পেটের কাছে না বেধে। এর পর দ্বিতিয়বার আল্লাহু আকবার বলে ইমামের সাথে রুকুতে।

- আমি রুকুতে যাবার আগে যদি ইমাম সামিয়াল্লাহু লিমান হামিদা বলে উঠে যান তবে ঐ রাকাত পেলাম না। কিন্তু আমিও রুকুতে যাচ্ছি আর উনিও উঠছেন একসাথে তবুও ঐ রাকাত পেলাম। এটা আলেমদের থেকে শুনা। কিতাব ভেরিফাইড না।

- ভেরিফাইড হলো এক মুহুর্তের জন্যও যদি ইমামকে রুকুতে পাই তবে ঐ রাকাত পেলাম। এক তসবিহ পর্যন্ত পাওয়াও শর্ত না।
.
#মাসলা

28-Jan-2021 4:10 pm

Published
28-Jan-2021