Post# 1611500266

24-Jan-2021 8:57 pm


হানাফি : জামাত - ৩

- বাংলাদেশের মসজিদগুলোতে আল্লাহু আকবার টানার কনজিসটেন্সি খুব বেশি নেই। তাই এটা প্রেকটিশ করে ফেলি যে ইমাম "আল্লাহু আকবার" বলার সময়ে "আল্লাহু" যখন বলবে তখন আমি রুকু সিজদায় যাওয়া আরম্ভ করবো না। যদিও এটা সবাই করে। বরং উনি যখন শেষ অক্ষর "...বার" বলবেন তখন বাকা বা সোজা হওয়া আরম্ভ করবো। মাঝে যতই টানুক সমস্যা নেই।

- এই জিনিসটা ঠিক মতো করতে পারলে ইমামের আগে রোকোনে যাওয়া ঠেকাতে পারবেন ইনশাল্লাহ। তেমনি রুকু থেকে উঠার সময় "হামিদা" এর শেষ অক্ষরে আমি উঠবো। বাকিররা আগে উঠলেও।

- মাসলায় বলা আছে ইমাম উঠে গেলে এর পর আমি উঠবো। শব্দ আগে-পরে যখনই করুন। তবে বড় জামাতে ইমাম কখন উঠলেন এটা আপনি দূর থেকে দেখতে পারবেন না। শব্দ শুনেই করতে হবে।

- আর সালামের ক্ষেত্রে আমি যেটা করি প্রথম সালাম শেষ করার পরে দ্বিতীয় সালাম যখন আরম্ভ করেন তখন আমি প্রথম সালাম ফিরাই নিশ্চিৎ থাকার জন্য যে উনার আগে সালাম ফিরাচ্ছি না।

এগুলো মাসলা না। সাবধানতা।
.
#মাসলা

24-Jan-2021 8:57 pm

Published
24-Jan-2021