হানাফি : জামাত - ২
- ইমামের পেছনে নামাজ পড়লে নিজের ভুলের জন্য আমাকে কোনো সহু সিজদা দিতে হবে না। কিন্তু ইমাম যদি ভুল করে এবং সহু সিজদা দেয় তবে জামাতের সকলকে সহু সিজদা দিতে হবে।
- জামাতে নামাজ পড়ার সময় দুটো জিনিস নিশ্চিৎ করতে হবে। প্রথম তকবিরে তাহরিমা যেন হয়। আর শেষে সালাম যেন হয়। মাঝের বাকি ভুল নিজের হলে মাফ। এগুলোতে ভুল হলে সহু সিজদা দিতে হবে না।
- তকবিরে তাহরিমা হবে না যদি তাড়াহুড়া করে ইমামের আগেই আমি আল্লাহু আকবার বলে ফেলি। বা ইমাম রুকু থেকে উঠে যাবে এই ভয়ে রুকুতে যেতে বাকা হতে হতে আল্লাহু আকবার বলি।
- সালাম হবে না যদি ইমাম এত টেনে সালাম ফিরাচ্ছে যে আমি উনার আগেই সালাম ফিরিয়ে ফেলি।
এগুলোর আরো ডিটেইলস আছে। পরের পোষ্টে ইনশাল্লাহ।
.
#মাসলা