দুনিয়াদারি - ২
পিতামাতা বেচে আছেন? ঢাকার মধ্যবিত্ত। পিতা-মাতা উচ্চ শিক্ষিত? তবে আপনাকেও তাদের ইচ্ছে মতো চাকরি ব্যবসা করে তাদেরকে খুশি রাখার চেষ্টা করতে হবে।
এভাবেই আপনার দ্বিনদ্বারি। কারন তারা এরকম চাচ্ছে।
এর বাইরেও সন্তান বা স্ত্রীর ভরন পোষনের দায়িত্ব আছে। এগুলোর জন্য কামাই রোজগারে সারা দিন ব্যস্ত থাকতে হবে। আর নামাজের সময় নামাজ।
পাচ ওয়াক্ত নামাজটাই আমাদের সবচেয়ে বড় ইবাদত। সময় হয়ে গেলে দুনিয়াদারি ছেড়ে মসজিদে হাজির হয়ে যাওয়া জামাতের আগেই। সব ফেলে গুছিয়ে ব্যস্ততা থাকলে সে ব্যস্ততা থেকে ফারেগ হয়ে।
কেউ সারাদিন দোকানদারি করে। নামাজের সময় বন্ধ করে মসজিদে চলে যায়, তবে সে অনেক বড় আল্লাহ ওয়ালা।
এর সাথে হজ্জ, জাকাত, রোজা। সবগুলো সময় মতো করতে পারা। গুরত্ব দিয়ে।
এর উপর আল্লাহ তায়ালা কিছু বছর পর পর পরিক্ষা নেবেন, আমি না চাইলেও। উনার ইচ্ছে মতো। সে সময়গুলোতে স্থির থাকা। ফেল না করা। অনেক বড় কাজ। এটাই জীবন। এটাই আখিরাতের কামাই।