Post# 1611333306

22-Jan-2021 10:35 pm


ফেসবুকে আবার আকিদা তর্ক তুংগে। এটা কিছু দিন পর পর আসে। আবার অনেক দিনের জন্য চলে যায় যেন সবাই ভুলে গিয়েছে। এর পর আবার স্ট্রাইক করে।

নিজেকে এই আলোচনা থেকে দূরে রাখি। এই তর্ক-আলোচনা আলেমদের জন্য ছেড়ে দেই।

কেউ যদি এসব আলোচনায় টেনে ঢুকাতে আমাকে বলে "আকিদা আস্বিকার করলে তো আল্লাহর উপর আপনার বিশ্বাসও নেই। কারন আল্লাহর উপর বিশ্বাস আকিদার অংশ।"

তবে জানি যে বিশ্বাস হলো "ঈমান"। আর "আকিদা" ভিন্ন জিনিস।

ঈমান নিয়ে পড়ি। "আকিদা"-র আলোচনাকে ভয় করে প্রত্যাখ্যান করি।

    Comments:
  • কমেন্ট খোলাটা এখানে একটা ট্রেপ। যে তর্ক করতে আসবে তাকে ব্লক করে মুক্তি পেতে।

22-Jan-2021 10:35 pm

Published
22-Jan-2021