"দারিদ্রতা" আর "ঋন গ্রস্থতা" দুটো এক না।
দারিদ্রতার প্রসংশা করা হয়েছে হাদিসে।
ঋন গ্রস্থতাকে অপছন্দনীয় বলা হয়েছে।
তাই সুখে থাকলে অন্যরা আপনাকে ঋন দিতে অতি উৎসাহি হবে।
তাদের ঋন না নেই।
আর ঠেকায় পড়লে কাউকে পাবেন না আপনাকে ঋন দেবার জন্য।
তখন ঋন পাবার জন্য অতি আগ্রহি না হই।
যে জিনিসটার জন্য আমাকে ঋন নিতে হবে সেটা ছাড়াও আমার চলবে।
মনে করছেন : একটু ঋন করে সেটা করতে পারলেই প্রচুর টাকা?
ঋন করতে পারবেন, কিন্তু এর পর আপনার ধারনা মতো কোনো টাকা পাবেন না।
ঋন থেকে বেচে থাকি। বরং দরিদ্র না খেয়ে থাকি। আল্লাহর রহমত আমার সাথে।
ঋন নিয়ে মারা গেলে শহিদেরও ক্ষমা নেই। জিব্রিল আঃ স্বয়ং রাসুলুল্লাহ ﷺ এর কাছে এসে বলে গিয়েছেন শহিদেরও ঋন ক্ষমা নেই।
- Comments:
- কিছু বলার আছে? নিজের টাইমলাইনে বলুন। আলোচনায় আগ্রহি নই।