চাকরি বা কাজ খুজার সময় নিজের অসহায়ত্ব দেখাবেন না। "আমি এত বিপদে যদি একটা কাজ দিতেন।"
বরং বিপদটাকে পেছনে রাখেন। সামনে স্ট্রংগ একটা ফেইস রাখেন। কনফিডেন্ট। কাজ পারবেন। শক্তি সামর্থ আছে। কোয়ালিটি আছে। এখন নিলে হলো।
অনেকে ধারনা করে আমি নিজে যত অসহায় ভাব দেখাবো চাকরি দাতা তত করুনা করে আমাকে চাকরি দেবে। এটা ঠিক না। দান চাওয়ার জন্য এরকম করা ঠিক আছে। চাকরি ব্যবসা অন্য জিনিস। ফাইট করতে হয়। দুর্বলতা দেখালে হয় না।
- Comments:
- এই সব পোষ্ট দেখে কেউ আমার সাথে "ফ্রেংক" হতে চেয়েন না। ব্লক খাবেন।
- মানে স্ট্রংগ দেখালে চাকরি হয় না। নাকি দুর্বল দেখালে?
- আমি ধারনা করেছিলাম "বিপদে আছে" এই ধরনের লোকদের আমি একা কেবল চাকরি দেই না। আরেকজন পেলাম কমপক্ষে।