বোনদের হক দিতে হবে কিনা? আহমেদুল্লাহ সাহেবের লেকচার।
এখন এগুলোর ব্যপারে আমি যথেষ্ট সাবধান আলহামদুলিল্লাহ প্রথম থেকেই। যদিও জানি আল্লাহ তায়ালা যদি হিসাব নেয়া আরম্ভ করে তবে আমি ধরা। তবে অন্যদের অবস্থা হয়তো আরো খারাপ। না দেয়াটাকে রুল মনে করে। বা কম দেয়া।
আমি নিজের প্রয়োজন ছাড়া কিছু শেয়ার করি না। এটা করলাম নিজের প্রয়োজন ছাড়া অন্যদের জন্য। এতে যদি ভালো কিছু না দেখি, তবে অন্যদের জন্য শেয়ার করা আরো কমিয়ে দেবো ইনশাল্লাহ। কেবল নিজে যেটা শিক্ষামূলক পাই, নিজের উপকারের জন্য, সেটা কেবল শেয়ার। সবসময় যা করি।