Pro Tip : কারো কাছ থেকে বাজে যুক্তি দেখলে তাকে ব্লক করে দিন, তর্ক করার দরকার নেই।
তার বাজে যুক্তি মানে তার "বোধ" এতটুকুই। যতটুকু সে বুঝে ততটুকুতে সে এই বুঝে। আপনি তাকে এর থেকে বেশি বুঝাতে পারবেন না।
এবং সে আপনার পাল্টা কথা শুনে ব্যলেন্স হারা হয়ে গেলে বলবে "এত বুইঝা কাম নাই" "ওই দেখ কি কয়" এগুলো ইন্ডিকেটর সে এইসব কথার উপযুক্ত ছিলো না। আকাজে ফেলেছেন।
বরং যদি বলতেই হয় তবে : সরাসরি তাকে না বলে পরে সাধারন ভাবে বলেন। "কিছু মানুষ বলে এই। যুক্তিগুলো ঠিক না কারন সেই"।
কিন্তু এসবেও অবসেসড [ obsessed ] হয়ে গেলে সমস্যা। আপনার জীবন কাটবে মানুষের ভুল ধরে ধরে। জীবনের এই বছরগুলোতে কন্সট্রাকটিভ কিছু করতে পারবেন না। পেছনে ফিরে দেখবেন ১০ বছর ধরে কেবল মানুষের ভুলের আলোচনা করেছেন।
তাই ব্লক করে দেন। আপনার থেকে অনেক কম বুঝে এমন মানুষদের নিজের সংগি করবেন না। তারা আপনাকে পেছনে টেনে ধরে রাখবে।
সামনে এগিয়ে যান। দুনিয়াটা অনেক বড়।
- Comments:
- 1 comment deleted.