কোটেশন : ""ইমাম যাহাবি তার কিতাবুল আরশে এই ঘটনাটি উল্লেখ করেন এবং আকিদার প্রথম পাঠই হচ্ছে স্রষ্টা কোথায় তা জানা। এই মর্মে আরো অনেক বর্ণনা ও সালাফদের আছার এনেছেন যারা এই ঘটনাটি থেকে ঈমানের প্রথম পরিচায়ক হিসেবে আকিদার মূলনীতি গ্রহণ করেছেন।""
প্রমান যে আকিদার প্রথম এবং মূল শিক্ষা হলো আল্লাহ তায়ালার আকার অবস্থান আলোচনা করা।
আল্লাহ তায়ালা আমাকে যেন এ থেকে হিফাজত করেন।
আর এ থেকে বিরত থাকার কারনে আমি সোয়াবের আশা করছি। ঈমান হারা হওয়া তো দূরের কথা।
আমিন।