Post# 1610968632

18-Jan-2021 5:17 pm


২০১৯ সালের জানুয়ারি থেকে ইংরেজিতে পোষ্ট দেয়া আরম্ভ করেছিলাম। দুই বছর।

ভালো পারতাম না। এখন মোটামুটি কনফিডেন্ট। দুই বছরে। যদিও এখনো প্রচুর ভুল তাও চলে। প্রথম দিকে আরো অনেক অনেক ভুল ছিলো। প্রতি লাইনে চারটা করে।

এ কারনে ভুল হলেও চেপে যেতে নেই। ভুল ভাল লিখতে থাকেন একসময় দেখবেন ভুল কমে যাচ্ছে আপনি ভাষাটা শিখে ফেলেছেন।

লজ্জা পেয়ে "ভুল লিখলে বা বললে মানুষ কি বলবে আমাকে? আমার যে বিশাল পার্সোনেলিটি সেটা নষ্ট হয়ে যাবে। মানুষ হাসবে।" তবে কিছু শিখতে পারবেন না।

//

এ সব বলার পরে, এর পর এখন আমার ফিলিংস যে নিজে আর বেশি ইংরেজি শিখে লাভ নেই। আরবির দিকে নজর দিতে হবে। মানে নিজের স্টেটাসগুলো লিখতে হবে আরবিতে। প্রথমে প্রচন্ড ভুল হবে, ইংরেজিতে প্রথম দিকে যত ভুল ছিলো। কিন্তু সময়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধরেন দুই বছর।

চর্চা। করতে থাকলে সঠিক হয়। না করলে ভুলের মাঝেই থাকবেন।

18-Jan-2021 5:17 pm

Published
18-Jan-2021