FAQ : "ইমামের পেছনে নামাজ পড়বো কি ভাবে?"
হানাফি মাজহাব মতে।
সংক্ষেপে মূল পয়েন্টগুলো।
- প্রথম রাকাতে কেবল সানা পড়বো। আর কিছু না।
- পরবর্তি রাকাতগুলোতে কিছুই পড়বো না। ইমাম জোরে কিরাত পড়লেও না আস্তে কিরাত পড়লেও না। সুরা ফাতিহাও না।
- রুকু সিজদার তাসবিহ পড়বো। আল্লাহু আকবার নিজেও বলবো কিন্তু শব্দ না করে।
- বৈঠকে সব কিছু নিজেও পড়বো আত্তাহিয়াতু, দুরুদ, দোয়া। এর পর সালাম।
cont...2 আরো কিছু নিয়ম।
#মাসলা হানাফি : জামাত - ১