FAQ : "এই যে সহু সিজদা বলছেন, এটা কি?"
নামাজে কোনো ভুল করলে এর শেষ বৈঠকে, মানে যেমন ৪ রাকাত নামাজের শেষ বসায়, বসে এর পর কেবল আত্তাহিয়াতু পড়বেন। দুরুদ না। এর পর কেবল ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে না। এর পর দুটো সিজদা দেবেন বসা থেকে, যেমন নামাজে সিজদা দেই। এর পর উঠে বসে আবার আত্তাহিয়াতু পড়বেন, দুরুদ পড়বেন। সব পড়ে শেষ করে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
এই যে অতিরিক্ত দুটি সিজদা দিলেন এক দিকে সালাম ফিরানোর পরে, এটাকে বলে সহু সিজদা।
নামাজে যে কোনো ওয়াজিব ছুটে গেলে দিতে হয়। ওয়াজিবগুলো কি বা কি কি ভুলের জন্য সহু সিজদা দিতে হবে, কোন ভুলে দিতে হবে না, কোন ভুলে দিলেও কাজ হবে না আবার নামাজ পড়তে হবে এগুলোর উপর অনেক কিছু আছে যেগুলো এখানে কভার করি নি।
মসজিদে ইমাম সাহেবরা মাঝে মাঝে দেয় যখন তারা ভুল করে।
.
#মাসলা