Post# 1610799384

16-Jan-2021 6:16 pm


হানাফি : নামাজ ভঙ্গ - ৪ [শেষ পার্ট]

- মশা মারলে নামাজ ভাঙ্গবে না। কিন্তু দেখতে হবে আমলে কাসির বা বেশি কাজ না হয়ে যায়।

- নামাজে ভুলে রুকু বা সিজদা বেশি দিলে নামাজ ভাঙ্গে না। যেমন দুই সিজদা দিয়ে সন্দেহ পড়ে আবার ৩য় সিজদা দিলো। এ ক্ষেত্রে সহু সিজদা দিতে হবে। কিন্তু কম দিলে নামাজ হবে না।

এই কয়েকটাই।

টারমিনোলোজি :

আমলে কাসির : বেশি কাজ। যেটা করলে নামাজ ভেঙ্গে যায়।
আমলে কালিল : কম কাজ। এগুলোতে নামাজ ভাঙ্গে না।
.
#মাসলা

16-Jan-2021 6:16 pm

Published
16-Jan-2021