Post# 1610796228

16-Jan-2021 5:23 pm


হানাফি : নামাজ ভঙ্গ - ৩

- হাচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে নামাজ ভাঙ্গবে না। তবে না বলা ভালো। অন্যের হাচি শুনে আপনি জবাব দিলে তখন ভঙ্গবে কেবল।

- মসজিদে কাতার পুরো করার জন্য সামনে পেছনে আসতে হতে পারে। এক কাতার সরলে হানাফিতে ভাঙ্গবে না। একবারে দুই কাতার সামনে বা পেছনে আসলে ভাঙ্গবে। তাই তিন কাতার যেতে হলে। এক কাতার যাই। এর পর কিছু থামি। এর পর আরেক কাতার এরকম।

- বুক কিবলা থেকে ঘুরে গেলে ভেঙ্গে যাবে। কিন্তু এক্সাক্ট কিবলা হবার দরকার নেই। দুই দিকে ৪৫ ডিগ্রি পর্যন্ত হলেও নামাজ ঠিক আছে।

- লঞ্চের ছাদে নামাজ পড়ছেন। লঞ্চ ঘাটে ভিড়ছে ঘুরছে। আপনাকেও ঘুরতে হবে সকল মুসু্ল্লিদের নিয়ে। কিবলা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে আপনিও এটা বুঝে ঘুরছেন তবে নামাজ ভাঙ্গবে না। যেহেতু আপনি সময় নষ্ট না করে ঘুরে গিয়েছেন।
.
#মাসলা

16-Jan-2021 5:23 pm

Published
16-Jan-2021