Post# 1610778575

16-Jan-2021 12:29 pm


ফতোয়ায়ে আলমগিরির আকিদা পার্টটা পড়লাম। ব্যসিক্যলি আমাদের সালাফি ভাইরা সবাই কুফরে লিপ্ত কারন তারা আল্লাহকে _______ বাকিটা লিখলাম না।

এখন এগুলো নিয়ে নেটে আলোচনা করতেও আমার আখিরাতের ব্যপারে ভয় লাগে। শুধু মাত্র প্রসংগ তুলতেও ভয় লাগে, কিছু না বলে, যেমন উপরের প্রথম প্যরাতে। কিছু বলি নি কেবল প্রসংগ তুলেছি।

এবং আমাদের বর্তমান উলামারা চান আমরা যেন এগুলোর চর্চা করি। "সবচেয়ে ইমপর্টেন্ট"।

৪০ বছর আগে শিখেছিলাম এগুলোর আলোচনা না করার কথা। ৪০ বছর পরে ৪০ বছর আগের পুরানো কিতাব পড়ে দেখি এখনো সেই সব কিতাবে তাই লিখা, এগুলো নিয়ে আলোচনা করো না। আমাদের "ফেসবুক কেন্দ্রিক" আলেমদের বাদ দিয়ে সিনিয়র এক আলেম আকিদার উপর লেকচার প্রশ্নোত্তর শুনছিলাম, উনিও বললেন আকিদার ব্যপারে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি .... এর কালিমা পর্যন্ত লিমিটেড রাখা।

"আকিদা শিক্ষা খুবই জরুরি কারন নয়তো কুফরে পড়ে যাবেন" এটা অন্য মাজহাব মানহাজ অনুসারিদের শিক্ষা। আমাদের হানাফি - দেওবন্দিদের জন্য না। অন্যরা করুক। আমার জন্য এটা প্রযোজ্য না।

হাদিস : তকদির নিয়ে যে চুপ থাকলো সে বেচে গেলো। যে কথা বললো তার জবাব দিতে হবে ঠিক বলেছিলো নাকি ভুল।

আকিদা শিক্ষা থেকে নিজেকে বাচাই। বেচে যাবো। আলেমদের জন্য ঠিক আছে। আমাদের জন্য না। কোনো আলেম যদি আমাকে ডাকও দেয় আকিদা শেখানোর জন্য আমি উনাকে ইগনোর করবো।

আলেমদের সব কথা ব্লাইন্ডলি অনুসরন করি না। কারন শেষে নিজের জবাব নিজেকে দিতে হবে।

    Comments:
  • কোনটা?
  • ok.

16-Jan-2021 12:29 pm

Published
16-Jan-2021