এখানে একটা অপরচুনিটির কথা বলছি :
স্কুল কলেজ সব বন্ধ। ছেলেপেলেরা লেখা পড়া করছে না। বিসিএসে ১০ হাজার এপ্লিকেন্টের জায়গায় ১ হাজার কারন নতুন নতুন বেচ পাশ করে বের হয় নি সময় মতো।
এখন যে কষ্টকরে লিখা পড়া করে সময় মতো বের হতে পারবে, সে কম্পিটিশন অনেক কম পাবে ময়দানে। কারন অন্য ছেলেপেলেরা কেউ লিখাপড়া করছে না। না স্কুলে না ভার্সিটিতে।
জোয়ারের উল্টো চলেন। তবে ভিড় কম পাবেন গন্তব্যে পৌছে। কষ্টের সময়টা একটা অপরচুনিটি। কারন অধিকাংশ মানুষ কষ্ট করতে পারে না, আপনি পারলেন।