Post# 1610703601

15-Jan-2021 3:40 pm


"জানার নাম ঈমান না মানার নাম ঈমান" -- উক্তিটা অনেকের কাছে শুনি। আসলে কি অর্থে বলে বুঝি না। আজকে জানি।

সালাফি আর হানাফি শিক্ষায় বড় একটা পার্থক্য আছে। সালাফি মতে কেবল অন্তরে বিশ্বাস করলে ঈমান আনা হবে না যতক্ষন না ঐ লোক আল্লাহর হুকুম মতো কাজ করতে থাকে।

হানাফিতে [ ব্যসিক্যলি আশারিতে ] অন্তরে বিশ্বাস করলেই আপনি মু'মিন। নেক আমল এর পর এর পরিনতি।

এখন এই এপারেন্ট সিম্পল পার্থক্য থেকে বহু বহু ডেরিভেটিভ এসেছে। এ থেকে বুঝতে পারবেন "তৌহিদ আল হাকিমিয়া" নিয়ে এত তর্ক কেন? কমেন্টে এসে "জানার নাম ঈমান না" পোষ্ট করে কেন? কেউ গুনাহ করলে "তার ঈমান চলে গিয়েছে" বলে একটা সাইড এত লাফায় কেন?

আরো ডিপে যেতে পারেন। ফেসবুকের একেবারে তলানির নিষিদ্ধ গ্রুপগুলোতে। পাবেন লম্বা আর্টিক্যল -- "... ইমাম আবু হানিফা বলেছেন মুখে বললেই একজন মুসলিম তাই মানুষের আর কোনো নেক আমল করার দরকার নেই"।

উনার শিক্ষা এটা না। কিন্তু এই এলিগেশনগুলো কেন কোথা থেকে এলো সেটা বুঝতে পারবেন এই পার্থক্যটা জানা থাকলে।

আকিদা শিক্ষা করছি। :V যেহেতু আপনারা সারাদিন আকিদা আকিদা করে ফাটিয়ে ফেলছেন।

ইয়াসির কাজির লেকচার এই পয়েন্টের উপর ইংরেজিতে। ২ মিনিটের কাট।

video:/img/photos_and_videos/videos/44812802_272304004509291_4070244303142003570_n_10157992097428176.mp4

15-Jan-2021 3:40 pm

Published
15-Jan-2021