এত বেশি রাজার বিরোধিতা না করি যে
শেষে রাজ দরবারে মাথা নুইয়ে এসে দাড়াই।
রাজার খারাপগুলোকে অন্তর দিয়ে অপছন্দ করেন
তবে আপনার দায়িত্ব শেষ।
এর পর একশনে যাবার দরকার নেই।
রাজ দরবার থেকে যেভাবে নিজেকে দূরে রাখবেন,
রাজদ্রোহিদের থেকেও সমানভাবে নিজেকে দূরে রাখবেন।
রাজার বিরোধিতা করার জন্য রাজদ্রোহিদের দলে যোগ না দেই।
সরকারের বিরোধিতার নামে সরকার বিরোধিদের দলে যোগ না দেই,
এমন ভাবে যে শেষে সরকারের কাছেই আবার মাথা নুইয়ে এসে দাড়াতে হয়।
- Comments:
- ^ একই কমেন্ট দ্বিতীয়বার করার কারন কি? আগের স্টেটাসে প্রথমবার করেছিলেন।