Post# 1610607868

14-Jan-2021 1:04 pm


হানাফি : নামাজ ভঙ্গ

- নামাজের মাঝে অন্য কাজ করা। যেমন পকেট থেকে মোবাইল বের করে কল কেন্সেল করা, গা চুলকানো, নিজের গায়ে কাপড় আবার পেচানো, সিজদার জায়গা থেকে কিছু সরানো সিজদা দেবার আগে। এই ধরনের কাজগুলো।

- এই কাজগুলো অল্প করলে নামাজ ভাঙ্গে না, বেশি কাজ করলে ভাঙ্গে।

- অল্প আর বেশির পার্থক্য হলো এত বেশি কাজ করছেন যে অন্য কেউ দেখে মনে করবে আপনি নামাজই পড়ছেন না। তবে আপনার নামাজ ভেঙ্গে যাবে। আর এত অল্প যে মনে হয় আপনি নামাজ পড়ছেন তবে ঠিক আছে।

- একারনে দুই হাত একসাথে ব্যবহার করে কোনো কাজ করলে নামাজ ভেঙ্গে যাবে। এক হাতে করলে ভাঙ্গবে না।

- উপরেরগুলো কিতাবের কথা যেগুলো আমি ছোটবেলায় শিখেছি। এর বাইরে ভিন্ন একটা ভেলিড মত আছে যে : নামাজে দাড়িয়ে আছেন। রুকুতে যাবার আগে যদি তিনবার হাত সরিয়ে যে কোনো কাজ করেন তবে নামাজ ভেঙ্গে যাবে। সর্বোচ্চ দুই বার সরাতে পারবেন। আবার রুকুতে যাবার পরও সর্বোচ্চ দুই বার। এরকম।

- আমি প্রথম দুটো ফলো করি, কারন এগুলো আগে শিখেছি এবং কিতাবে পেয়েছি। এংকরিং বায়াস।
.
#মাসলা

14-Jan-2021 1:04 pm

Published
14-Jan-2021