হানাফি : লুকতা - শেষ অংশ।
- মানিব্যগ পেলেন। মালিক পেলেন না। এক বছর পর্যন্ত প্রতিদিন বাসা থেকে রিকশা ভাড়া করে গুলিস্তান মোড়ে গিয়ে ঘোষনা দিয়েছেন "আমি এই জায়গায় একটা মানিব্যগ পেয়েছিলাম ৮ মাস আগে, যিনি হারিয়েছেন নিয়ে যেয়েন।" কেউ আসে নি। তবে বছর শেষে দান করে দিতে হবে। এটা আপনার নিজের হবে না।
- দান করার ২-১০ বছর পরে কেউ এসে বললো আমি মালিক ছিলাম। এখন দেন। আপনি বললেন "আমি তো টাকা দান করে দিয়েছি, এত দেরি করেছেন কেন?" আপনার দায় শেষ না। নিজের টাকা থেকে ঐ মানি ব্যগে যত টাকা ছিলো সেটা মালিককে আবার বুঝিয়ে দিতে হবে।
- তাই স্পর্শ না করি রাস্তার মাল। ফেলে রেখে হেটে যাই। মালিক নিজে নিজের রাস্তা ট্রেক করে এসে খুজবে এবং যেখানে হারিয়েছিলো সেখানে নিজেই খুজে পাবে। আপনার দায় নেই। কিন্তু জিনিসটা ধরে যদি মালিক না পান তবে আপনি শেষ।
- এগুলোই প্রচলিত ফতোয়া ছিলো ৮০ সাল পর্যন্ত। এবং এগুলো আমরা শিখেছি, শেখানো হতো। এই যুগে যদি মাসলা বদলায় তবে শুনবেন আলেমদের থেকে। নয়তো আগেরটাই আছে।
.
#মাসলা