হানাফি : লুকতা
- রাস্তায় কারো হারিয়ে যাওয়া মানিব্যগ, চাবি, ব্যাগ বা এই সব জিনিস পাওয়া গেলে। কি করবেন?
- টাচ করবেন না। হেটে চলে যান। আপনার উপর আপদ নেই।
- মাতব্বরি করে ধরে তুলে মালিককে খুজে দিতে চাইলেন, "এটা কার? এইটা কার? আমি পেয়েছি? কে ফেলে গিয়েছে? এটা কি আপনার?" মালিক পেয়ে গেলেন তো বেচে গেলেন। না পেলে এক বছর পর্যন্ত রাস্তার ঠিক এই জায়গায় এসে ঘোষনা করতে হবে "আমি একটা চাবি পেয়েছি, কারো হলে নিয়ে যাবেন।" এটা তখন আপনার উপর ওয়াজিব। আপনি জিনিসটা আবার জায়গায় ফেলে চলে যেতে পারবেন না। ফেলে গেলেও আপনার দায় চলে যাবে না। যেহেতু স্পর্শ করেছেন।
- তাই স্পর্শ না করে জিজ্ঞাসা করেন আংগুল দিয়ে দেখিয়ে "এটা কি আপনার?" বললো হ্যা, তবে আপনার কাজ শেষ। কাউকে পেলেন না আপনিও স্পর্শ করলেন না, তাও কাজ শেষ। হেটে চলে যান।
- জিনিসটা এমন যে মেইন রোডের উপর পড়ে আছে এবং গাড়ি উপর দিয়ে গিয়ে নষ্ট করে ফেলতে পারে তবে তুলে ফুটপাথের সাইডে রাখতে পারেন। তবে এটা "পত্রিকার প্রশ্নোত্তরে" পড়েছি। কিতাবে না। মানে কনফার্ম না, অন্য আলেমের কাছে এই মাসলা বদলাতে পারে। কনফার্ম হলো স্পর্শ করলেই দায় আপনার। আর ফেলতে পারবেন না।
.
#মাসলা